শাহজালাল বিমানবন্দর থেকে ১১৩টি কচ্ছপ উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৩টি বিরল প্রজাতির চিত্রা কচ্ছপ উদ্ধার করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাত সোয়া ৮টার দিকে মালয়েশিয়ায় পাচারকালে বিমানবন্দরের বহির্গমনের ৬ নম্বর গেট থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোবারক আলী (৪০) ও আসিফ আলাউদ্দীন (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধার করা কচ্ছপগুলো লাগেজে ভরে মালিন্দো এয়ারলাইন্সের ওডি১৬১ ফ্লাইটে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছিল।
শাহজালাল বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মুস্তফা জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বহির্গমনের ৬ নম্বর গেটে লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হয়। লাগেজ খুলে ১১৩টি বিরল চিত্রা কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপগুলো বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
জেইউ/এসআরজে