সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ : ট্রাম্প


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২২ জানুয়ারি ২০১৭

দায়িত্ব নেয়ার পর প্রথম দিন অফিসে বসেই গণমাধ্যমকে এক হাত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শপথ দেখতে আসা জনসমাগমের আকার নিয়ে মিথ্যাচার করছে গণমাধ্যম।

এজন্য তাদেরকে ধরা হবে এবং চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে দশ লাখেরও বেশি মানুষ এসেছিল।

এত মানুষ হয়েছিল যে তারা ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কিন্তু সরাসরি সম্প্রচারিত ভিডিওতে সংখ্যাটা এত বোঝা যায়নি।

তিনি সাংবাদিকদেরকে ‘পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ’ বলে অভিহিত করেন।

পরে হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার সাংবাদিকদের বলেন, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে স্মরণকালের সবচেয়ে বেশী সংখ্যক মানুষ জড়ো হয়েছিল।

কিন্তু সেটাকে খুব ভুলভাবে উপস্থাপন করেছেন সাংবাদিকেরা। স্পাইসার আরো বলেন, হোয়াইট হাউজ এজন্য সংবাদমাধ্যমকে দায়ী করবে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে এটাই প্রথম সংবাদ সম্মেলন ছিল সন স্পাইসারের।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।