অন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৩


প্রকাশিত: ০৩:০৯ এএম, ২২ জানুয়ারি ২০১৭

ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে অন্ধ্র প্রদেশের কুনেরু স্টেশনের কাছে জগদলপুর-ভুবনেশ্বর হিরাখন্দ এক্সপ্রেসের সাতটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

গেল বছরের নভেম্বরেই উত্তর প্রদেশে এক ট্রেন দুর্ঘটনায় শতাধিক মানুষ নিহত হন।

চিকিৎসকদের বরাত দিয়ে রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ১২ জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণ সম্পর্কেও তাৎক্ষণিভাবে কিছু জানাতে পারেননি তিনি।

অনেকে এখনো আটকা পড়ে আছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।