নজরুল নাট্যোৎসবের শেষ দিনে দ্রোহ প্রেম নারী
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র কবি নজরুলের নাটক নিয়ে নাট্যোৎসব।
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নাট্যোৎসব ২০১৫’ শিরোনামে তিন দিনব্যাপি এই নাট্যোৎসবের শেষ দিন ২৪ মার্চ সন্ধ্যা ৬টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর’র নাটক ‘দ্রোহ প্রেম নারী’।
কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক রামিজ রাজু।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাওয়া নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর, ইষ্টের সুমী, নিজাম লিটন, রিগ্যান রত্ন, মনির, চৈতী, সীমান্ত, বিপ্লব, লিটু, সুজন, আশা, উষা, সুজয়, সেলিম, মিথুন।
এলএ/আরআই