ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন : প্রথম ভাষণে ট্রাম্প


প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

ক্ষমতার পালাবদল ঘটলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের শীর্ষ পদে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা যুগের অবসান ঘটলো আজ। দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।

প্রধান বিচারপতি জন রবার্টস নতুন শাসক ট্রাম্পকে শপথ পড়ান। এ সময় ট্রাম্পের পাশে ছিলেন স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের হাতে ছিল আব্রাহাম লিংকনের বাইবেল।

পরে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি ক্লেরেন্স টমাস। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বাইবেল হাতে নিয়ে শপথ পড়েছেন পেন্স।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে বাইবেলে হাত রেখে প্রধান বিচারপতির কাছে শপথ নেন মার্কিন এ ধনকুবের। শপথের পরে দেশ ও বিশ্বের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আমরা আবারো যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধশালী করবো। আমরা আবারো যুক্তরাষ্ট্রকে মহৎ করবো। এবং হ্যাঁ আবারো যুক্তরাষ্ট্রকে মহৎ করবো।

নভেম্বরের নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ট্রাম্পের শপথ ঘিরে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে ওয়াশিংটন।

১৪৩২ শব্দের বক্তব্য শেষের আগে নতুন এই প্রেসিডেন্ট বলেন, ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন। এ সময় সদ্যবিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলতে শোনা যায়, ভালো, ভালো।

সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি, সিএনএন।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।