১২ ঘণ্টা চলবে ক্রোমবুক পিক্সেল


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৩ মার্চ ২০১৫

বহুল ব্যবহূত ক্রোমবুক পিক্সেল ল্যাপটপের নতুন সংস্করণ উন্মোচন করেছে গুগল। নতুন এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে নতুন আঙ্গিকের ইউএসবি টাইপ-সি পোর্ট। এটি একবার চার্জে টানা ১২ ঘণ্টা অবধি চলবে।

আগের তুলনায় নতুন সংস্করণটি অনেক দ্রুতগতির হবে বলেই দাবি সংশ্লিষ্টদের। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ডলার।

গুগলের নতুন এই ল্যাপটপের বেশ কয়েকটি ফিচারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দুটি ভিন্ন ভিন্ন মডেলে ল্যাপটপটি বাজারে পাওয়া যাবে। এর একটিকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড সংস্করণ এবং অন্যটি ‘এলএস’ (লুডিক্রাস স্পিড) সংস্করণ। আগের সংস্করণের মতোই নতুন ক্রোমবুক পিক্সেলে ব্যবহার করা হয়েছে টাচস্ক্রিন ডিসপ্লে। ল্যাপটপটিতে ইন্টেলের নতুন ও সর্বাধুনিক প্রযুক্তির কোর আইফাইভ প্রসেসর রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ৩২ গিগাবাইট তথ্য ধারণের ব্যবস্থা রয়েছে।

এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।