ইলিশ উন্নয়নে বিশেষ তহবিল


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৩ মার্চ ২০১৫

জাটকা সংরক্ষণের উপায় হিসেবে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ তহবিলের নাম হবে `ইলিশ উন্নয়ন ট্রাস্ট ফান্ড`। ইলিশ সম্পদ উন্নয়নের জন্য আগামী ১ এপিল মৎস্য ও চিংড়ি-সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটির সভায় এ তহবিল গঠনের প্রস্তাব করা হবে। এ লক্ষ্যে রোববার মৎস্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে মৎস্য সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে মৎস্যমন্ত্রী ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য সচিব সেলিনা আফরোজা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং বন ও পরিবেশ, ভূমি ও নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমান বলেন, ইলিশ রক্ষার জন্য ইলিশ উন্নয়ন ট্রাস্ট ফান্ড গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে প্রাথমিকভাবে সরকার ভিত্তি মূলধন দেবে। পরে উন্নয়ন প্রকল্প বা দাতা সংস্থার সহায়তায় ইলিশ ফান্ড বাড়ানো হবে। এ তহবিল দিয়ে জাটকা নিধন বন্ধ করতে জেলেদের আপদকালীন সময়ে জীবন ও জীবিকা পরিচালনায় সহায়তা করা হবে। এ তহবিল দিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ইলিশের বিচরণ ক্ষেত্র রক্ষার জন্য সব চ্যানেল সংশ্লিষ্ট নদী ও খাল ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।