লন্ডনে দেখা যাওয়া বাহরাইনের যুবরাজকে গ্রেপ্তারের দাবি


প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২২ মার্চ ২০১৫

বাহরাইনের যুবরাজ নাসের বিন হামাদ আল খলিফাকে আবারও গ্রেপ্তারের দাবি উঠেছে। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ছবিতে লন্ডনের হাইড পার্কে তার অবস্থান শনাক্ত করার পর থেকে এই দাবি উঠেছে।

বাহরাইনের এই যুবরাজের বিরুদ্ধে আরব বসন্তের সময় বাহরাইনে কয়েদীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে থাকা এক ব্যক্তি নাসেরের বিরুদ্ধে এই অভিযোগ এনে মামলা করেন এবং তার সাজা দাবি করেন।

মানবাধিকার সংস্থাগুলো এখন এই দাবিতে সোচ্চার হয়েছে যে, নাসেরের অবস্থান যেহেতু শনাক্ত করা গেছে, ব্রিটেন সরকার তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুক।

বাহরাইনের সরকার এবং তার পরিবার অবশ্য দাবি করে আসছে, এ সমস্ত অভিযোগই ভিত্তিহীন এবং ব্রিটিশ আইন ব্যবস্থাকে অন্যায্যভাবে বিপথগামী করার চেষ্টা।

২০১১তে আরব বসন্তের প্রভাবে বাহরাইনে যে জনবিক্ষোভ হয়, তাতেই অংশ নেয়ার কারণে গ্রেপ্তার করা হয় অভিযোগকারী ব্যক্তিকে। সেসময় তার এবং আরো অনেক বন্দীর ওপর যুবরাজ নাসেরের প্রত্যক্ষ তত্ত্ববধানে অমানুষিক নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন। এই বিক্ষোভে সরকারী বাহিনীর গুলিতে অন্তত ৮৮জন মারা যায় বলে বেসরকারী হিসেবে বলা হয়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।