ট্রাম্পের নামে পোকার নাম


প্রকাশিত: ০৪:৫২ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

ক্ষুদ্র একটি পোকার চুলের স্টাইলের কারণে নবনির্বাচিত মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে তার নামকরণ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় নিওপালপা ডোনাল্ড ট্রাম্পি নামের ঐ পতঙ্গটিকে আবিষ্কার করেছেন কানাডীয় গবেষক ভাজ্রিক নাজারি। খবর বিবিসির।

এই নামকরণের কারণ পতঙ্গটির মাথায় সোনালী রংয়ের ছোট ছোট পালক যা দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো।

শুধু ট্রাম্পের নামেই নয় বরং প্রেসিডেন্ট ওবামার সময়কালে তার নামেও মোট ৯ টি প্রজাতির প্রাণির নামকরণ করা হয়।

ক্ষুদ্র এই প্রাণিটির পাখার দৈর্ঘ্য এক সেন্টিমিটারের মতো। এর আবাসস্থল দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে।

ট্রাম্পের নামে পোকার নামকরণের বিষয়ে আশা প্রকাশ করে ভাজ্রিক নাজারি বলেন, এতে করে ট্রাম্প পরিবেশগত বিষয়গুলোতে আরো বেশি গুরুত্ব দিতে উৎসাহী হবেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আশা করি তিনি যুক্তরাষ্ট্রে এ ধরণের ভঙ্গুর ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এধরণের ইকোসিস্টেমে অনেক ধরণের প্রজাতি রয়েছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।