সঙ্গী ছাড়াই মা হাঙ্গর


প্রকাশিত: ০৪:২৮ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

দীর্ঘ দিনের সঙ্গীর থেকে তিন বছর আলাদা থাকার পর অস্ট্রেলিয়ায় একটি অ্যাকুলিয়ামে একটি মেয়ে হাঙ্গরের মা হওয়া নিয়ে বিস্মিত বিজ্ঞানীরা।

যেকোনো প্রজাতির মেরুদণ্ডী কোনো প্রাণীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা এবার দিয়ে তৃতীয়বারের মতো ঘটলো। এরআগে এমন ঘটনা ঘটেছে একটি ঈগল ও অজগরের ক্ষেত্রে।  

২০০৬ থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত লিওনি নামের এই জেব্রা প্রজাতির হাঙ্গরটি কুইন্সল্যান্ডের টাউনসভিলের রিফ এইচকিউ অ্যাকুরিয়ামে ছিল। পরে তার পুরুষ সঙ্গীকে সরিয়ে নেয়া হয়।

সূত্র: সিএনএন।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।