সম্ভ্রম বাঁচাতে যুবককে কুপিয়ে থানায় আত্মসমর্পণ নারীর


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

সম্ভ্রম বাঁচাতে এক যুবককে দা দিয়ে কুপিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক নারী। ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পশ্চিম বাংলার ধুপগুড়ির সোনাখালী ফরেস্ট বস্তিতে এ ঘটনা ঘটে। আহত যুবককে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

ধুপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, ওইদিন দুপুরে সোনাখালী বনবস্তির বাসিন্দা ওই নারী আচমকা থানায় পৌঁছে এক যুবককে দা দিয়ে কোপানোর কথা জানিয়ে পুলিশে আত্মসমর্পণ করেন।

পুলিশ বলছে, স্বামীর মৃত্যুর পর ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে দাদার বাড়ি থাকেন ওই নারী। বস্তির পাশের একটি ছোট চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি। মঙ্গলবার দুপুরে দাদা ও ছেলের অনুপস্থিতিতে ফুলদাস খড়িয়া নামের ওই যুবক মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন ওই নারী। দীর্ঘদিন ধরে ওই যুবক তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।

ওই নারী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার ছেলে স্কুলে যায়। দাদাও বাড়ি ছিলেন না। হঠাৎ ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে ফুলদাস। তিনি বলেন, ‘বাধা দিলে সে প্রথমে আমাকে একটি লাঠি দিয়ে আঘাত করে। আমি লাঠির আঘাতে পড়ে যাই। সঙ্গে সঙ্গে উঠে সম্ভ্রম বাঁচাতে হাতের কাছে একটি দা পেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আটকাতে না পেরে তার ঘাড়ে কোপ বসাই।’

অভিযুক্ত যুবকের বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। স্থানীয়রা বলছেন, এর আগেও অনেকবার মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।