কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা


প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০১ জুলাই ২০১৪

বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের প্রায় শেষ সময়ের কাছাকাছি এসে ডি মারিয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর আগে নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা গোলশূন্য ভাবে শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। এ জয়ে মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


খেলার প্রথম থেকেই বল পজেশন ধরে রাখে আর্জেন্টিনা। তবে কাজের কাজটি করতে পারেননি কোন খেলোয়ার।  প্রতিপক্ষের গোলবার মুখে আর্জেন্টিনার মিডফিল্ডার ফারনান্দো গ্যাগো ম্যাচের প্রথম শটটি করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ম্যাচের ৯ মিনিটে সুইজারল্যান্ডের মিডফিল্ডার গোখান ইনলারের নেওয়া ইনলারের শট আর্জেন্টিনার গোলবারের অনেক উপর দিয়ে চলে যায়।

চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। খেলার ১২ মিনিটে সুইজারল্যান্ডের ডিবক্সের ভেতরে বল নিয়ে ঢুকে পড়েন লিওনেল মেসি। মেসির নেওয়া বাম পায়ের শট সুইস গোলরক্ষক দিয়েগো বেনাগলিও বাম দিকে ঝাপিয়ে পড়ে তালুবন্দী করেন।

অতিরিক্ত সময়ের ১১৮ মিনিটে ডি মারিয়ার গোল আর্জেন্টিনার শিবিরে স্বস্তি নিয়ে আসে। স্বস্তি নিয়ে আসে কোটি ভক্ত হৃদয়ে। তবে গোল খেয়ে তা পরিশোধের জন্য  মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। এমনকি ১২১ মিনিটে এসে একটি সুযোগও পেয়ে যান তারা। কিন্তু তা আর্জেন্টিনার গোলবারে লেগে ফিরে আসে।

আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (গোলরক্ষক), এজিকুয়েল গ্যারে, ফেদেরিকো ফারনান্দেজ, পাবলো জাবালেতা, মার্কোস রোহো, ফারনান্দো গ্যাগো, হাভিয়ের মাশচেরানো,  অ্যাঙ্গেল ডি মারিয়া, গনজালো হিগুয়েন, এজিকুয়েল লাভেজ্জি ও লিওনেল মেসি।

সুইজারল্যান্ড একাদশ
বেনাগলিও (গোলরক্ষক), লিচেস্টেইনার, ইনলার, জাকা, বেহরামি, রদ্রিগেজ, মেহমেদি, দ্রিমিক, জৌরু, শার্ ও জেরদান শাকিরি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।