যৌন নিপীড়ন : ট্রাম্পের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১০:০০ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

নির্বাচনের আগে যৌন নিপীড়নের অভিযোগকারী এক নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন। ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামক রিয়্যালিটি শো’তে প্রতিযোগিতার সময় ওই নারী যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ অানা সামার জারভোস বলেছেন, ২০০৭ সালে বেভারলি হিল্স হোটেলে ট্রাম্প তার ওপর নিপীড়ন চালিয়েছিলেন।

গত নভেম্বরে দেশটির নির্বাচনের আগে জারভোস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে আরো কয়েকজন নারী মার্কিন এই ধনকুবেরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। সেসময় ট্রাম্প এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে অভিযোগকারী নারীদেরকে মিথ্যাবাদী বলে মন্তব্য করেন।

সদ্যনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্টের শপথ নেয়ার মাত্র তিনদিন আগে মামলা দায়ের করলেন দ্য অ্যাপ্রেনটিসের প্রতিযোগী জারভোস। 

সূত্র : বিবিসি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।