এবোলা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ১১৪৫


প্রকাশিত: ০৬:৪১ এএম, ১৬ আগস্ট ২০১৪

প্রাণঘাতী এবোলা ভাইরাসের সংক্রমণে পশ্চিম আফ্রিকায় মৃতের সংখ্যা ১১৪৫ এ পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিম আফ্রিকার ৪টি দেশ গিনি, লাইবেরিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওনে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই রোগে ১৩ আগস্ট থেকে পরবর্তী দুই দিনে নতুন করে ৭৬ জনের মৃত্যুর ঘটনায় এই সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও এর তথ্য অনুযায়ী গত দুই দিনে নতুন করে ১৫২ জনের এবোলা ভাইরাসে সংক্রমণের খবর পাওয়া গেছে। এতে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।