বিদায় বেলায় ম্যানিংয়ের সাজা কমালেন ওবামা


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

উইকিলিকসের কাছে তথ্য ফাঁস করার দায়ে সাজাপ্রাপ্ত চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১০ সালে উইকিলিকসকে গোপন তথ্য ফাঁস করেছিলেন চেলসি। খবর বিবিসির।

ম্যানিং মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। সাজা ভোগ করে ২০৪৫ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও সাজা কমানোর কারণে চলতি বছরের ১৭ মে মুক্তি পাবেন তিনি।

গুরুত্বপূর্ণ নথিপত্র ও ভিডিও ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয় চেলসিকে।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের ফোর্ট লেভেনওর্থ পুরুষ কারাগারে বন্দি ছিলেন ম্যানিং। তৃতীয় লিঙ্গের হওয়ায় ওই কারাগারে থাকতে চাননি তিনি।

কারাগারে দু’বার আত্মহত্যার চেষ্টাও করেন। গত বছরে তিনি অনশন করার পর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেয়া হলে তিনি অনশন ভাঙেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা হস্তান্তরের আগেই ২০৯ অপরাধীর সাজা কমানো এবং ৬৪ অপরাধীর সাজা পুরোপুরি মওকুফ করলেন ওবামা।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।