স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থগিতে নারী এমপির আহ্বান


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

ভোটার হিসেবে নিবন্ধন না করা পর্যন্ত স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার এক নারী এমপি। আগামী ৮ আগস্ট দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে; যে স্বামীরা দেশটির ভোটার নন তাদেরকে ভোটার হতে বাধ্য করতে তিনি ওই আহ্বান জানিয়েছেন।

উপকূলীয় শহর মোম্বাসার নারী এমপি মিশি এমবোকো বলেছেন, ভোটার বাড়াতে এটাই সর্বোত্তম কৌশল।

তিনি বলেন, ‘নারীরা, এই কৌশল আপনাদের অনুসরণ করা উচিত। এটাই সর্বোত্তম পন্থা। ভোটার আইডি কার্ড না দেখানো পর্যন্ত তাদের সঙ্গে যৌন সম্পর্ক থেকে বিরত থাকুন।’

আগামী ১৭ ফেব্রুয়ারি দেশটির ভোটার নিবন্ধন শেষ হবে। মিশি এমবোকো বলেছেন, সোমবার থেকে শুরু হওয়া নিবন্ধনে অনিচ্ছুকদের ভোটার হতে উৎসাহিত করতে যৌন সম্পর্কই শক্তিশালী অস্ত্র।

তিনি বলেছেন, এর ফলে তার স্বামী যৌন সম্পর্ক থেকে বিরত থাকবেন না। কেননা তিনি ইতিমধ্যে নিবন্ধন করেছেন।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়বেন। এমবোকোর রাজনৈতিক দল অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট (ওডিএম) ও বিরোধী দলীয় জোটের এক প্রার্থীর সঙ্গে কেনিয়াত্তার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মোম্বাসার এই নারী এমপি বলেছেন, ভোটাররা পর্যাপ্ত পরিমাণে নিবন্ধন করলে নির্বাচনে বিরোধী জোটের জয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

কেনিয়ায় স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক থেকে বিরত থাকার আহ্বান সাধারণ একটি বিষয়। ২০০৯ সালে প্রেসিডেন্ট এমওয়াই কিবাকি, প্রধানমন্ত্রী রাইলা ওদিনগা ও জোটের বিরোধ নিষ্পত্তির দাবিতে দেশটির নারী অধিকার কর্মীরা সপ্তাহব্যাপি যৌন সম্পর্ক স্থগিতে ধর্মঘটের ডাক দেয়।

সূত্র : বিবিসি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।