ওবামার বাণিজ্য উপদেষ্টা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত বেহনাজ কিবরিয়া


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাণিজ্য নীতি ও সমঝোতা বিষয়ক কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বেহনাজ কিবরিয়া।

ওই উপদেষ্টা কমিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক ছাড়াও ২৯ জনকে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার হোয়াইট হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বেহনাজ কিবরিয়া যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের বাণিজ্য পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। তিনি পেরু, কলম্বিয়া ও কোরিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্টেও কাজ করেছিলেন।

উল্লেখ্য, বেহনাজ কিবরিয়ার জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায়। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ল’ স্কুল থেকে আইনে পড়েছেন তিনি। পরে ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছেন বেহনাজ কিবরিয়া।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।