ইঁদুরের উৎপাত বাড়তে পারে অস্ট্রেলিয়াতে


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়ার শস্যখেতে ইঁদুরের উৎপাত বেড়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির একটি বিজ্ঞান সংস্থা। তারা বলছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে ইঁদুরের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিস্থিতির উদ্ভব হয়েছে।  

সিএসআইআরও বলছে, ভিক্টোরিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়াতে ইতোমধ্যে প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক ইঁদুর দেখা যাচ্ছে।

সংস্থাটি বলছে, প্রতি হেক্টরে ইঁদুরের সংখ্যা ১ হাজারের মতো হয়ে যেতে পারে।

গবেষক স্টিভ হেনরি বলছেন, পর্যাপ্ত খাবার পেলে কয়েক মাসের মধ্যে এ পরিস্থিতির মুখে পড়বে অস্ট্রেলিয়া।

বিবিসিকে তিনি বলেছেন, এ বছর রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন হয়েছে। যে কারণে ফসলের বাম্পার হয়েছে সেই একই কারণ ইঁদুরের সংখ্যা বৃদ্বিতেও ভূমিকা রাখতে পারে।

বর্তমানে প্রতিহেক্টরে ইঁদুরের সংখ্যা কত সে বিষয়ে সিএসআইআরও’র কাছে সঠিক তথ্য না থাকলেও তারা প্রাপ্ত ডেটা থেকে বলছে, এ সংখ্যা উত্থানের দিকে। হেনরি বলছেন, প্রতিহেক্টরে পাঁচটির মতো ইঁদুর স্বাভাবিক বলে ধরা হয়।

অস্ট্রেলিয়া এবং চীনের কিছু এলাকায় নিয়মিত ইঁদুরের উৎপাত বাড়ে বলে জানিয়েছে সংস্থাটি।

এমন পরিস্থিতির কারণে দেশটির কৃষকরা ক্ষতির মুখে পড়বেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।