চাঁদে পা রাখা শেষ নভোচারীর মৃত্যু


প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন কারনেন মারা গেছেন। চাঁদে পা রাখা এই শেষ নভোচারীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

যে তিন নভোচারী চাঁদে দু’বার গিয়েছেন কারনেন তাদের মধ্যে একজন। চাঁদে পা রাখা নভোচারীদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদে পা রেখেছিলেন কারনেন। এরপর আর কেউ চাঁদে যাননি।

সে সময় তিনি অ্যাপোলো-১৭ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত রয়েছেন।

কারনেনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সোমবার তিনি মারা গেছেন। এর বেশি আর কিছু জানানো হয়নি।

অ্যাপোলো ১৭ মিশনের নেতৃত্ব দেয়ার আগে তিনি দু’বার মহাকাশে গিয়েছিলেন। একবার ১৯৬৬ সালে এবং পরে ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত হন।

১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে জন্মেছিলেন কারনেন। তার পুরো নাম ইউজেন অ্যান্ড্রিউ কারনেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।