তুরস্কের নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন আটক


প্রকাশিত: ০৩:১০ এএম, ১৭ জানুয়ারি ২০১৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে নাইটক্লাবে হামলা চালানো প্রধান সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ৩৪ বছর বয়সী  আবদুল কাদির মাশারিপভ নামের ওই সন্দেহভাজন উজবেকিস্তানের বাসিন্দা। খবর বিবিসির।

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নাইটক্লাবের ঐ হামলায় ৩৯ জন নিহত এবং ৭০ জন আহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বিবিসির খবরে জানানো হয়েছে, ঐ ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাছে ধূসর রঙের টি শার্ট পড়া একজন যে প্রচণ্ড মার খাওয়ার কারণে বেশ আহত হয়েছে।

আশঙ্কা করা হচ্ছিল এই বন্দুকধারীই তুরস্কের আশেপাশে কথিত ইসলামিক স্টেটের নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে গেছে।

ওই ব্যক্তির ধরা পড়ার ঘটনা তুরস্ক সরকারের জন্য বড় একটি স্বস্তির বিষয়। কিন্তু দেশটিকে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করাও তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

পুলিশ জানিয়েছে, আবদুল কাদির নামের ওই ব্যক্তিকে তার চার বছর বয়সী ছেলের সঙ্গে পেয়েছে তারা। এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। পুলিশ তার বন্ধুসহ আরো তিন নারীকে আটক করেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।