দূষিত বাতাস থেকে হীরা


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৬ আগস্ট ২০১৪

বিশাল এক ভ্যাকিউম কিনার। তা দিয়ে পরিষ্কার হবে শহর জুড়ে থাকা ধোঁয়া ও দূষণের আস্তরন। শুধু তা-ই নয়, সেই বিশালাকার যন্ত্র থেকে বেরোবে শুদ্ধ বাতাস। আর দূষিত বাতাসের কার্বণ কণা রূপান্তরিত হবে হীরায়। বাতাস থেকে জঞ্জাল টেনে ফেলার এই প্রকল্প বাস্তব রূপ নিতে চলেছে চীনের বেইজিং শহরে।

দূষণ সমস্যায় ত্যক্ত বেইজিংয়ের সাধারণ মানুষ। ধোঁয়া ও দূষণের চাদর বা স্মগ ভেদ করতে পারে না মধ্য গগনে থাকা সূর্যও। এবার সেই বেইজিংয়ের স্মগ শুষে শুদ্ধ বাতাসে শহর ভরিয়ে দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন ডাচ ডিজাইনার ডান রুজগার্ডে।

শিগগিরই পরীক্ষামূলক ভাবে বেইজিংয়ের পার্কে বসতে চলেছে এক ভ্যাকিউম টাওয়ার। এই ভ্যাকিউম টাওয়ারের থাকবে আইওনিক ফিল্টার যা দূষণ ও ধোঁয়ার কণা  টেনে নেবে।

এখানেই থেমে থাকেননি ডান রুজগার্ডে। শুষে নেয়া স্মগ তিনি রূপান্তরিত করতে চান হীরাতে। কিন্তু কিভাবে?

এফভিও- স্মগ থেকে হীরে তৈরি করা যায় কিনা তা সময়ই বলবে। তবে জঞ্জাল থেকেও যে সম্পদ তৈরি হতে পারে সেই উদাহরণই রাখতে চান রুজগার্ডে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।