তুরস্কের বিমান বিধ্বস্তে নিহত ৩২


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

কিরগিজস্তানে তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্তে অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। কিরগিজ সরকার বলছে, রাজধানী বিশকেকের উত্তরাঞ্চলের মানাস বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

টার্কিশ এয়ারলাইন্সের বোয়িং-৭৪৭ বিমানটি মানাস বিমানবন্দরের কাছে বাড়ি-ঘরের ওপর বিধ্বস্ত হয়। এতে ওই এলাকার ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন।  

বিবিসি এক প্রতিবেদনে বলছে, তুরস্কের ওই কার্গো বিমানটি মানাস হয়ে ইস্তাম্বুলে যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে।

কিরগিজ সরকার বলছে, বিমানটি টার্কিশ এয়ারলাইন্সের। তবে কিরগিজ সরকারের এই দাবিকে নাকচ করে দিয়ে টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানটি টার্কিশ ক্যারিয়ার অ্যাক্টের; যা ‘মাই কার্গো এয়ারলাইন্স’ নামে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় টার্কিশ এয়ারলাইন্স বলছে, কিরগিজস্তানে অ্যাক্ট এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ডাচা-সু গ্রামের ওপর বিমানটি আঁছড়ে পড়েছে। বিমান বিধ্বস্তের পর মানাস আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। কিরগিজস্তানের প্রধানমন্ত্রী সুরনবাই জিনবেকভ দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এর আগে ২০০৮ সালে মানাস থেকে উড্ডয়নের পর ইরানগামী একটি বিমান বিধ্বস্তে অন্তত ৬৮ জন নিহত হয়।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।