ভারতের উত্তরখণ্ডে ১৯ জনের প্রাণহানি


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৬ আগস্ট ২০১৪

প্রবল বর্ষণের ফলে ভূমিধসে গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তরখণ্ডে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া অনেক বাড়িঘর ধসে পড়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, প্রবল বর্ষণের ফলে গঙ্গাসহ নদীর পানি বিদপসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষণের ফলে অনেক ব্রিজ ও রাস্তাঘাট ভেসে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামী দুই তিনদিন ১৩০-১৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।