পশ্চিমবঙ্গে পদদলিত হয়ে ছয় নারী পুণ্যার্থীর মৃত্যু


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কচুবেড়িয়া গঙ্গাসাগর দ্বীপে স্নানের পর পদদলিত হয়ে ছয়জন নারী পুণ্যার্থীর প্রাণহানি ঘটেছে। রাজ্যের একজন মন্ত্রী বলেছেন, হুড়োহুড়ি করে নৌকায় উঠার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কচুবেড়িয়া ঘাটে এ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে।

রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মানতুরাম পাখিরার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, কচুবাড়িয়ায় অস্থায়ী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছয় নারীর মৃত্যু হয়েছে। দমবন্ধ হয়ে যাওয়ায় তারা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।  

তিনি বলেন, কচুবাড়িয়ার জেটি-৫ এর দীর্ঘসারিতে ধৈর্যহীন হয়ে পড়েছিলেন পুণ্যার্থীরা। এ সময় হুড়োহুড়ি করে নৌকায় উঠতে গিয়ে পদদলনের ঘটনা ঘটেছে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।