পাটনায় নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গঙ্গা নদীতে নৌকা উল্টে ২১ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। খবর এনডিটিভির।
দুর্ঘটনার পরপরই নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানিয়েছেন, রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকেই উদ্ধারকাজ আবারো শুরু হয়েছে।
পাটনার গঙ্গা দিয়ারায় মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরই তিন দিনের ঘুড়ি উৎসবের আয়োজন করা। ওই ঘুড়ি উৎসব উপভোগ করতেই জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ফিরে যাওয়ার পথেই ওই দুর্ঘটনা ঘটেছে। নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এমন বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
টিটিএন/এমএস