নিখোঁজ মুশকানের মরদেহ মিলল ক্যান্টনমেন্টে


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২১ মার্চ ২০১৫

দীর্ঘ ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে নিখোঁজ শিশু মুশকানের। তবে জীবিত নয় মৃত। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় থেকে চার বছরের এ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ইকবাল হোসেন ও মা রেশমি আক্তার। ক্যান্টমেন্টের সবুজ ছাতা গলির ৭১৪/১৪/বি নম্বর বাসায় (সেলিমের বাড়ি) তারা ভাড়া থাকতো। দুই ভাই-বোনের মধ্যে মুশকান বড়।

মুশকানের বাবা ইকবাল ক্যান্টনমেন্ট এলাকার একজন কম্পিউটার দোকানদার। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার শিয়ানঘাটায়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

তিনি জানান, শুক্রবার মধ্য রাতে খবর পেয়ে ক্যান্টনমেন্টের সবুজ ছাতা গলির অদূরে একটি গর্ত থেকে শিশু মুশকানের মরদেহ উদ্ধার করা হয়। তার কপাল ও গলাসহ বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি জানান।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।