চলতি মাসেই ইরানের সঙ্গে চুক্তি সম্ভব : যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৩:১০ এএম, ২১ মার্চ ২০১৫

চলতি মার্চ মাসের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর রাজনৈতিক সমঝোতা সম্ভব বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব জোশ আর্নেস্ট এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, সুইজারল্যান্ডের লোজেন শহরে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার প্রতিদিনকার আলোচনার ফলাফল প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। আশা করছি মার্চ মাস শেষ হওয়ার আগেই আমরা রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারব।

পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে প্রেসিডেন্ট ওবামার যোগাযোগ ছিল বলেও জানান তিনি। পরমাণু ইস্যুতে রাজনৈতিক সমঝোতা হওয়ার পর ইরান ও ছয় জাতিগোষ্ঠী চূড়ান্ত চুক্তির বিষয়ে কৌশলগত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সুইজারল্যান্ডে ছয়দিনের বৈঠক শেষে বলেছেন, এবারের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে; তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে।

শুক্রবার সকালে অনুষ্ঠিত জন কেরির সঙ্গে তার বৈঠক অনেক বেশি ‘ভালো’ ছিল বলে মন্তব্য করেন জারিফ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।