ওবামা কেয়ার বাতিলের তোড়জোড়


প্রকাশিত: ০৪:০২ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বিতর্কিত স্বাস্থ্যনীতি বা ওবামা কেয়ার বাতিলে প্রথম পদক্ষেপ নিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।  

এর ফলে ২ কোটির বেশি মার্কির্নির স্বাস্থ্যসেবার ভবিষ্যত এখন প্রশ্নের মুখে পড়ছে।

২২৭-১৯৮ ভোটে এ পদক্ষেপটি পাস হয়েছে প্রতিনিধি পরিষদে। ২৭ জানুয়ারির মধ্যে ওবামা কেয়ার বাতিলে একটি আইনের খসড়া তৈরি করতে চারটি কমিটিকে নির্দেশও দেয়া হয়েছে।   

হাউস স্পিকার পল রাইন বলেছেন, ওবামা কেয়ার বাতিলের প্রথম পদক্ষেপটি নেয়ার মাধ্যমে আমরা মার্কিনিদের ঝামেলা থেকে মুক্তি দেয়ার কাছাকাছি পৌঁছালাম।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।