ভারতীয় পতাকার আদলে পাপোশ : আমাজনের দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০৯:২২ এএম, ১৩ জানুয়ারি ২০১৭

অামাজনের কানাডীয় একটি ওয়েবসাইটে ভারতীয় পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রিকে কেন্দ্র করে তীব্র সমালোচনার পর ক্ষমা চেয়েছে অনলাইন শপিংয়ে জনপ্রিয় প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কড়া সমালোচনার পর বুধবার নিজেদের ওয়েবসাইট থেকে ওই পণ্যটি সরিয়ে নিয়েছে আমাজন।

আমাজন এই ঘটনায় ক্ষমা না চাইলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বর্তমান ভিসা বাতিল করা হবে বলে সতর্ক করেছিলেন সুষমা স্বরাজ। ভারতে পতাকা অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ।

ভারতে আমাজনের ভাইস প্রেসিডেন্ট অমিত আগারওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের আইন এবং সংবিধানের প্রতি তাদের প্রতিষ্ঠান বরাবরই শ্রদ্ধাশীল। যা ঘটেছে তার জন্য তারা দুঃখিত।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।