ভারতের পতাকার আদলে আমাজনের পাপোশ বিক্রির সমালোচনা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১২ জানুয়ারি ২০১৭

অনলাইন শপিং অামাজনের কানাডীয় একটি ওয়েবসাইটে ভারতের পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। খবর বিবিসির।

এক টুইট বার্তায় সুষমা বলেছেন, অামাজনের শর্তহীন ক্ষমা প্রার্থনা করে এই পণ্যটি সরিয়ে ফেলা উচিত।

তিনি আরো জানিয়েছেন, ভারত অামাজনের কর্মকর্তাদের বর্তমান ভিসা বাতিল করবে এবং পরবর্তীতে আর ভিসা দেবে না।

কানাডায় ভারতীয় হাইকমিশনকে অামাজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বলেছেন সুষমা।

তৃতীয় একটি পক্ষের মাধ্যমে ওই পাপোশ বিক্রি করা হচ্ছিল। তবে বুধবার ওয়েবসাইট থেকে ওই পণ্যটি সরিয়ে ফেলা হয়।

আমাজনে অন্যান্য দেশের পতাকার আদলেও পাপোশ বিক্রি করা হয়। কিন্তু ভারতে পতাকার অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে জেল জরিমানার বিধান রয়েছে। সে কারণে এ বিষয়ে ভারতের তরফ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।