ইয়েমেনে প্রেসিডেন্ট কম্পাউন্ডে বিমান হামলা


প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৯ মার্চ ২০১৫

ইয়েমেনের প্রেসিডেন্ট কম্পাউন্ডের কাছে বিমান হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ মনসুর হাদির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডিনের কাছে এ হমলার ঘটনা ঘটে। দেশটির সরকারী সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।  
সরকারী সূত্র জানায়, যুদ্ধবিমান এ হামলায় অংশ নেয়। হামলার সময় ওই এলাকা থেকে ধোঁয় উঠতে দেখা গেছে। হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছে। তবে এ হামলার কারা জড়িত তা এখনও জানা যায়নি।

ধারণা করা হচ্ছে হুথি বিদ্রোহীরা এ হামলায় জড়িত। কেননা দেশটির ক্ষমতা নিতে তারা মরিয়া হয়ে উঠেছে। গত মাসের শেষ দিগে তারা দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ নিয়েছে।

উল্লেখ্য, গত বছরের শুরু দিকে ক্ষমতার ভাগাভাগি নিয়ে উত্তপ্ত হয়ে উঠে ইয়েমেন। হুথি বিদ্রোহীরা দেশটির ক্ষমতায় সমানভাবে অংশ নিতে চাইলে সেখানে বাধ সাধে প্রেসিডেন্টের সমর্থকরা।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।