যশোরে যুবদল নেতার লাশ উদ্ধার, পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ
যশোরে রেললাইনের পাশ থেকে মণিরামপুর যুবদল নেতা মেজবাহ উদ্দিন চন্টুর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাতমাইল এলাকার শহীদের ইটভাটা এলাকার রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, পুলিশ তাকে ট্রেনের নিচে ফেলে হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে। দু’দিন আগে পুলিশ তাকে ঢাকা থেকে আটক করে। নিহত যুবদল নেতা মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও কাশিপুর গ্রামের রাশেদ আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে নিহতের ভাই রুহুল কুদ্দুসসহ পরিবারের সদস্যরা হাসপাতালে এসে মেজবাহ উদ্দিন চন্টুর লাশ সনাক্ত করেন।
নিহতের আত্মীয় জিল্লুর রহমান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে সাংবাদিকদের জানান, তাদের এক আত্মীয় বিদেশ থেকে বাড়ি ফিরছিলেন। তাকে আনতে মেজবাহ উদ্দিন চন্টু ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার রাজধানীর মগবাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে পাঁচলাখ টাকা দাবি করে। এ টাকা দিকে অস্বীকার করায় তার ভাইকে ঢাকা থেকে যশোরে আনা হয়। এরপর বুধবার রাতে রেললাইনে নিয়ে তাকে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, রেললাইনের ধারে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে।
এমএএস/আরআই