পারল না টাইগাররা


প্রকাশিত: ১১:২১ এএম, ১৯ মার্চ ২০১৫

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ১০৯ রানের জয় পেয়ে সেমিফাইনালে পা রাখলো ভারত। সেমিফাইনালের পথে ভারতের ছুড়ে দেওয়া ৩০৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৩ রানে সংগ্রহ করে বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে তামিম। ২৫ বলে ২৫ রান করে যাদবের বলে আউট হন বাহাতি এই ব্যাটসম্যান। পরের বলে ইমরুল রান আউট হলে চাপে পড়ে টাইগাররা। এরপর সৌম্য-রিয়াদ ৩৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠছে। তবে সেটিও আর বেশি দূর যেতে পারেনি। ৪৫ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার শতকে দ্রুত রান সংগ্রহ করে ৬ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। শেষ ১৫ ওভার ১৪৭ রান যোগ করে ভারত।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।