ব্রিটেনে ভারতীয় রেস্তোরাঁর খাবার খেয়ে কিশোরীর মৃত্যু


প্রকাশিত: ১১:০৯ এএম, ১১ জানুয়ারি ২০১৭

ব্রিটেনে ভারতীয় রেস্তোরাঁর খাবার খেয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্ষপূর্তির দু’দিন আগে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল মেগান লি নামের ওই কিশোরী। রেস্তোরাঁর খাবার খাওয়ার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ১ জানুয়ারি হাসপাতালেই মৃত্যু হয় লির।

পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের অসওয়ালটুইজেলে এই ঘটনা ঘটেছে। গত মাসের ৩০ তারিখে ইউনিয়ন রোডের রয়্যাল স্পাইশ নামের একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে খাবার খেয়েছিলেন মেগান লি।

খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীরে তীব্র অ্যালার্জির প্রভাব দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে রয়্যাল ব্ল্যাকবার্ন হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এখন পর্যন্ত ওই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। ঠিক কি কারণে লির মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।