আমিরাতে বৃষ্টির জন্য রাষ্ট্রীয় প্রার্থনা


প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জাইদ আল নাহিয়ানের আহ্বানে রাষ্ট্রীয়ভাবে আমিরাতজুড়ে বৃষ্টির জন্য নামাজের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে।

ইসতিসকার নামাজ পড়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে আমিরাতের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ময়দান ছাড়াও অনেক স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মুসলমানদেরকে আমিরাতজুড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে অনুরোধ জানান প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।