পাকিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৪
পাকিস্তানের খাইবার অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার দেশটির সীমান্তবর্তী খাইবার অঞ্চলে এ বিমান হামলা চালানো হয়। তিরাহত এলাকায় এ হামলায়ই নিহত হয় ৩৪ জন জঙ্গি।
তবে হতাহতের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। মানবাধিকার কর্মীরাও নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরুর পর ২০০১ সাল থেকে তালেবানসহ কয়েকটি জঙ্গি গোষ্ঠী আদিবাসী অধ্যুষিত এসব অঞ্চলে আত্মগোপনে থেকে ঘাঁটি গড়ে তুলেছে।
এসআরজে