নাটকের অভিনয়ে কাঙ্গালিনী সুফিয়া


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৮ মার্চ ২০১৫

অভিনয় করতে যাচ্ছেন বাউল গানের অঘোষিত রানী কাঙ্গালিনী সুফিয়া। ‘শিল্পী’ নামের একটি নাটকে অভিনয় করবেন লোকগানের এই কিংবদন্তী শিল্পী।

জি এম সৈকতের রচনা ও পরিচালনায় এই নাটকে স্বচরিত্রেই অভিনয় করবেন তিনি। অবশ্য এটা তার প্রথম অভিনীত নাটক নয়। প্রায় বিশ বছর আগে ‘দেয়াল’ নামক নাটকে অভিনয় করেছিলেন কাঙ্গালিনী সুফিয়া। এরপর দীর্ঘ বিরতির পর অভিনয় করেন ‘নোনাজলের গল্প’ নাটকে। তার ‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটি অবলম্বনে ‘নোনাজলের গল্প’ নাটকটি নির্মিত হয়েছিল। নাটকের প্রধান চরিত্র একজন বাউলের ভূমিকায় অভিনয় করেছিলেন ৫৪ বছর বয়সী এ শিল্পী।

চমক হিসেবে এ নাটকে আরোও অভিনয় করবেন তিন প্রবীণ অভিনেত্রী রানী সরকার, রাণু দাশ এবং আলোচিত্রনায়িকা বনশ্রী।

পাশাপাশি নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন তানভীর, স্নেহা, সাত্তার, ইসমত আরা লেমন, নাতাশাসহ আরও অনেকে।

পরিচালক জানালেন, গতকাল (১৭ মার্চ) থেকে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকটি ঈদের আগেই বেসরকারি টেলিভিশন এটিন বাংলায় প্রচারিত হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির অন্তর্গত রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সুফিয়া খাতুন। মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর তৎকালীন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ডি.জি. জনাব মুস্তফা মনোয়ার তাকে ‘কাঙ্গালিনী’ উপাধি প্রদান করেন। সেই থেকে তিনি কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিতি পান।

কাঙ্গালিনী সুফিয়া ইংল্যান্ড, দক্ষিন কোরিয়া, কাতার, ইটালি, হংকং, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, চিন ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে গান পরিবেশন করেছেন।

সঙ্গীতে তিনি এযাবৎ প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করেছেন। দেবেন থাপা, গৌর মোহন্তই তার গানের গুরু। ‘রাজ সিংহাসন’ নামে একটি চলচ্চিত্রে প্রথম কন্ঠ দেন তিনি।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।