নেতানিয়াহুর নিরঙ্কুশ বিজয়
ইসরাইলের প্রধানমন্ত্রী পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু (৬৫) ও তার দল লিকুট পার্টি। এর ফলে দেশটিতে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। ৯৯ শতাংশ ব্যালট গণনার তথ্য আসার পর ইসরায়েলি মিডিয়া এ সংবাদ প্রচার করে। খবর বিবিসি।
এর আগে মঙ্গলবার ইসরাইলে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটারের ৭২ শতাংশ এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার সকালে পূর্ণাঙ্গ ভোট গণনা শেষে দেখা গেছে, ডানপন্থী লিকুদ পার্টি জয়লাভ করেছে ৩০টি আসনে। অপরদিকে মধ্য-বামদের জোট জায়নিস্ট ইউনিয়ন জয়ী হয়েছে ২৪টি আসনে।
এদিকে, ভোট গণনার পর আনুষ্ঠানিক ঘোষণা না এলেও লিকুদ পার্টির বিজয়ে বুধবার সকালে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন জায়নিস্ট ইউনিয়নের প্রধান আইজাক হেরজগ।
বিজয় নিশ্চিত হওয়ার পর নেতানিয়াহু বলেন, সকল কাঁটা ধন্য করে অবশেষে আমরা লিকুদ পার্টির বিজয় নিশ্চিত করেছি। লিকুদ পার্টির নেতৃত্বে সংঘটিত সুষ্ঠু জাতীয় নির্বাচনে এ নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। এ বিজয় ইসরায়েলের মানুষের। এবার আরও একবারের মতো একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকারব্যবস্থা গঠিত হবে।
এএইচ/পিআর