পোল্যান্ডে শৈত্যপ্রবাহে আরো ১০ জনের মৃত্যু


প্রকাশিত: ১১:২৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

পোল্যান্ডে শৈত্যপ্রবাহে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। নভেম্বর থেকে এ পর্যন্ত শীতজনিত কারণে পুরো ইউরোপজুড়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। রোববার দেশটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহ লক্ষ্য করা গেছে। শুধুমাত্র রোববারই শৈত্যপ্রবাহে ১০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ এই শীতে গৃহহীনদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। গত শীতে পোল্যান্ডে ৭৭ জন প্রাণ হারায়।

সপ্তাহজুড়ে পুরো ইউরোপে শৈত্যপ্রবাহে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই গৃহহীন বা শরণার্থী।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।