ভাষণ চুরি করেছেন ঘানার প্রেসিডেন্ট


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

ভাষণ চুরি করেছেন ঘানার নতুন প্রেসিডেন্ট নানা আকুফো অ্যাডো। ক্ষমতা গ্রহণ করতে না করতেই এমন সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ভাষণে নানা আকুফো সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনের ভাষণ চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাজধানী আক্রার ইনডিপেনডেন্স স্কয়ারে শপথ নেন নানা আকুফো। অনুষ্ঠানে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রের প্রধানসহ হাজারো অতিথি উপস্থিত ছিলেন।

নতুন প্রেসিডেন্টকে পেয়ে আনন্দ-উল্লাসে সমবেত হয়েছিল বহু মানুষ। তারা অধীর আগ্রহে প্রেসিডেন্টের ভাষণের জন্য অপেক্ষা করছিলেন। তবে প্রেসিডেন্টের ভাষণের পরই সব জল্পনা কল্পনা উধাও হয়ে গেল। নানা আকুফোর ত্রিশ মিনিটের ভাষণে সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের ভাষণের মিল পাওয়ায় এ নিয়ে সমালোচনা এবং নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

২০০১ সালে জর্জ ডব্লিউ বুশ এবং ১৯৯৩ সালে বিল ক্লিনটনের দেওয়া ভাষণের সঙ্গে নানা আকুফোর ভাষণের বেশ মিল রয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।