মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ আমলে নিলেন ট্রাম্প


প্রকাশিত: ০৯:৩১ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকিং নিয়ে গোয়েন্দাদের দেয়া তথ্য আমলে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন। হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

রেইন্স জানিয়েছেন, ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাকিংয়ে রাশিয়ার জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করেছেন ট্রাম্প। তবে সরাসরি পুতিনের নির্দেশেই হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে, এ ঘটনায় ট্রাম্প একমত হয়েছেন কিনা তা জানা যায়নি।  

এদিকে মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান জোসেফ ক্ল্যানসি বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

মাত্র একদিন আগেই ট্রাম্প রাশিয়াবিরোধীদের নির্বোধ বলে আখ্যায়িত করেছেন। ওই সময় নির্বাচনী প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেননি তিনি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।