কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত ৩


প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের আখনুর জেলার একটি জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (জিআরইএফ) ক্যাম্পে ভারী অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী বাহিনী হামলায় তিনজন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টার দিকে এ হামলা চালানো হয়। হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদদ্যরা পুরো এলাকা ঘিরে ফেলে।

জিআরইএফ ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি অংশ। দেশটির সীমন্ত এলাকায় সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে তারা।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।