ধোঁয়াশা মোকাবিলায় পরিবেশ পুলিশ নামছে চীনে


প্রকাশিত: ০৩:২০ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

শহরে ধোঁয়াশার সমস্যা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তির পর এবার তা নিরসনে নতুন ব্যবস্থা নিতে যাচ্ছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, সমস্যা মোকাবিলায় ‘পরিবেশ পুলিশ বাহিনী’ তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জিনহুয়ার খবরে বলা হয়েছে, নতুন এই বাহিনী যেসব দিকে নজর দেবে তার মধ্যে রয়েছে- খোলা স্থানে বারবিকিউ করা, আবর্জনা পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এসব বিষয়ে আগে খুব একটা সচেতন ছিল না কর্তৃপক্ষ।

জিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের ২৪টির মতো শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছিল। চীনের মূল ভূ-খণ্ডে পরিবেশ দূষণ নিয়ে যে চারটি সঙ্কেত রয়েছে ‘রেড অ্যালার্ট’ তার সর্বোচ্চ পর্যায়।

‘রেড অ্যালার্ট’ যখন জারি করা হয় তখন কর্তৃপক্ষ বায়ু দূষণ কমাতে নানা ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এরমধ্যে থাকে বিভিন্ন ব্যবসা, কারখানা, সড়কে অতিদূষণীয় যানবাহন বন্ধ করে দেয়া।

আইন লঙ্ঘন করার জন্য চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয় ৫০০-এর বেশি চীনা কোম্পানিকে এবং ১০ হাজারের বেশি গাড়ি মালিককে শাস্তি দিয়েছে।    

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।