ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির ইন্তেকাল


প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৮ জানুয়ারি ২০১৭

ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

রোববার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১৯৮০-র দশক থেকে ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন রাফসানজানি। ইরানের প্রেসিডেন্ট হিসেবে তিনি ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি মাহমুদ আহমেদিনেজাদের কাছে পরাজিত হন।

রাফসানজানি ইরানের প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। তিনি দেশটির একটি পর্ষদের দায়িত্বে ছিলেন, যেটি পার্লামেন্ট ও অভিভাবক পর্ষদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কাজ করে।

সূত্র: বিবিসি

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।