মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় লস ক্যাবোস রিসোর্টের একটি হোটেলে বন্দুকধারীদের গুলিতে তিন পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। খবর বিবিসির।

সান জোস ডেল ক্যাবোর একটি ছোট হোটেলে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকা আমেরিকান পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের কক্ষে তিন পুরুষের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। এক নারীও গুলিবিদ্ধ হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পথে ওই নারীরও মৃত্যু হয়।

ওই হত্যাকাণ্ডের পেছনে কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে মেক্সিকোতে মাদক চোরাচালান এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে এ ধরণের হত্যাকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মাদক পাচারের সঙ্গে জড়িত ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরো ২৮ হাজারের বেশি মানুষ।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।