মোদিকে রোনালদোর জার্সি উপহার


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি উপহার দিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যানতোনিও কস্টা। খবর বিবিসির।

সাতদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে রয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকের পর তাকে রোনালদোর জার্সিটি উপহার দেয়া হয়।  

জার্সি পাওয়ার পর মোদি এক টুইট বার্তায় ছবি প্রকাশ করে লিখেছেন, পর্তুগাল ফুটবল দলের ওই জার্সিতে রোনালদোর অটোগ্রাফ রয়েছে।

এছাড়া ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মোদি বলেছেন, ফুটবলে পরাশক্তির কাতারে পৌঁছে গেছে পর্তুগাল। এক্ষেত্রে উন্নয়নের পথে রয়েছে ভারত। দুই দেশের বিকাশমান অংশীদারিত্ব খেলাধুলার জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

বৈঠকে দুই দেশের খেলাধুলায় আরো অগ্রগতির স্বার্থে স্কুলছাত্র ও কোচ বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন দুই নেতা।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।