সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪৩


প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৭

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার শহরের একটি আদালতের কাছে ওই বিস্ফোরণ হয়। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

ঘটনাস্থল থেকে তুর্কি সীমান্ত মাত্র ৭ কিলোমিটার দূরে। গত কয়েকমাসে ইসলামিক স্টেট (আইএস) আজাজ শহরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি চলছে।

২০১৩ সাল থেকে আজাজ শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। অবস্থানগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই শহরটি বহুবার দখলের চেষ্টা করেছে আইএস।

সিরিয়ার সংঘাতময় অনেক এলাকা থেকে পালিয়ে আসা লোকজন আজাজ শহরে আশ্রয় নিয়েছে।

২০১১ সালের মার্চ মাসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই এ পর্যন্ত প্রায় ৩ লাখ ১০ হাজার মানুষ নিহত হন।

সূত্র : আল-জাজিরা

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।