এনআরবি ব্যাংকের মোবাইল সেবা চালু
দেশের অন্যতম নতুন প্রজন্মের ব্যাংক এনআরবি ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদেরকে ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং সুবিধা ব্যবহার করে মোবাইল টপ-আপ প্রদান করার জন্য মোবাইল ভিত্তিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেডের (“এস এস এল ওয়্যারলেস” নামে যাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে) সাথে সোমবার চুক্তিবদ্ধ হয়েছে।
এনআরবি ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও চীফ এক্সিকিউটিভ অফিসার, জনাব মুখলেসুর রহমান এবং এস এস এল ওয়্যারলেস এর ম্যানেজিং ডিরেক্টর, সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর প্রদান করেন।
সর্বাধুনিক ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে অনলাইন ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এনআরবি ব্যাংক লিমিটেড দৃঢ় প্রত্যয়ী। এনআরবি ব্যাংক লিমিটেড এর মূল ব্যাংকিং সেবাসমুহ একটি সুদৃঢ় তথ্যপ্রযুক্তিগত অবকাঠামোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং এই অবকাঠামোটি প্রতিনিয়ত আরও উন্নত এবং সম্প্রসারিত করা হচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকেই এস এস এল ওয়্যারলেস বাংলাদেশে মোবাইল ফোন ভিত্তিক মূল্য সংযোজিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানদের মধ্যে একটি প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে আপ্রান চেষ্টা করছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি উদ্ভানি শক্তিসম্পন্ন প্রতিষ্ঠান হিসাবে প্রথম স্থান দখলের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে যাচ্ছে।
এআরএস/আরআই