ভারতে গাড়িতে দমবন্ধ হয়ে ৪ শিশুর মৃত্যু
ভারতের তামিলনাড়ু রাজ্যে বন্ধ গাড়িতে উঠে দম আটকে মারা গেছে চার শিশু। রাজ্যের তোতসোরিন জেলার ভান্দ্রনাথাম গ্রামে বুধবার এ দুর্ঘটনা ঘটে। ওই শিশুদের বয়স ৪ থেকে ১০ বছরের মধ্যে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই শিশুরা তাদের মা-বাবার সঙ্গে স্থানীয় একটি মন্দিরের উৎসবে যোগ দিতে এসেছিল। মন্দিরের পাশেই একটি চত্বরে ঋণখেলাপির দায়ে জব্দ করা অনেকগুলো গাড়ি ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওই পুলিশ কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, শিশুরা খেলতে খেলতে গাড়িটিতে ঢুকে দরজা আটকে দেয়। তবে কিভাবে দরজা খুলতে হয় তা জানা না থাকায় গাড়ির ভেতরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাদের।
এদিকে গাড়িগুলোর দরজা খোলা অবস্থায় বিপজ্জনকভাবে ফেলে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে মৃত শিশুদের স্বজনরা। গাড়িগুলোর দরজা বন্ধ করে রাখলে এ দুর্ঘটনা ঘটতো না বলেও অভিযোগ করেছেন তারা।