আইএস-এ যোগ দিতে নিজের সন্তান অপহরণ করলেন ডাচ নারী
আইএস-এ যোগ দেওয়ার জন্য নিজের দুই সন্তানকে তাদের বাবার কাছ থেকে অপহরণ করে নিয়ে গেছেন এক ডাচ নারী। ঐ নারীর স্বামীর বরাত দিয়ে সম্প্রতি প্রকাশিত এক খবরে এ ঘটনা জানা গেছে।
চেচেন বংশোদ্ভুত ৩২ বছর বয়সী ঐ নারী জাতীয়তায় ডাচ। তিনি গত নভেম্বরে তার প্রাক্তন স্বামীর হেফাজতে থাকা ৮ বছরের ছেলে ও ৬ বছরের মেয়েকে চুরি করে নিয়ে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে তিনি এখন সিরিয়ায় আছেন।
বেলজিয়ামের শার্লেরয় থেকে এথেন্স হয়ে ভুয়া পাসপোর্ট দিয়ে তিনি দুই সন্তান নিয়ে পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তার নামে আন্তর্জাতিক আটকাদেশও জারি হয়েছে ইতোমধ্যে।
শেষ গত ডিসেম্বরের মাঝামাঝি ইস্তাম্বুলের একটি বুথ থেকে টাকা তোলা অবস্থায় তার একটি ছবি প্রকাশ হয় স্থানীয় পত্রিকায়।
ডিসেম্বরেরই ২৮ তারিখে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি নিজেই, যেটি আইএস নিয়ন্ত্রিত সিরিয়া-তুরস্ক সীমান্তের তেলআবিব শহরে তোলা বলে মনে হয়েছে।
গত বছর কমপক্ষে ১৬০ জন ডাচ নাগরিক আইএস-এ যোগ দিতে সিরিয়া আর ইরাকের উদ্দেশে পাড়ি জমিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্ড প্ল্যাসটার্ক। এদের মধ্যে আলিচা নামের একটি মেয়েকে নাটকীয়ভাবে তার মা সিরিয়া থেকে উদ্ধার করলে বেশ হইচই পড়ে যায়। আলিচা এক আইএস যোদ্ধাকে বিয়ে করার জন্য ঘর ছেড়েছিল।
এসআরজে